বিষন্ন মন আজ বিদায় ক্ষনে।
স্নেহের মায়ায় অন্তর উঠে কেদে।
হে ক্যাম্পাস বিদায় তোমায়,
অতীতের যত ভুল ক্ষমা করিও আমায়।
আজকে আমি রিক্ত দেবার কিছুই নেই,
তবে তোমার বুকে হাজার স্মৃতি রেখে যাই।
প্রতিটি বৃক্ষে আজ পাতার কান্নায়,
ফুলের মুখে মলিন ছায়ায়,
অন্তর উঠে কেদে!
এ বিদায় বেলায়।
কেদনা তোমরা! মুছো আখিজল,
হাসিমুখে দাও গো বিদায়।
যদি কোনদিন আবার আসি ফিরে,
সেদিন কি নিবে মোরে আপন করে?
বিদায় বেলায় ভারাক্রান্ত এ মন,
লোক চক্ষুর অগোচরে
হৃদয়ের কন্দন।
বিদায় ক্যাম্পাস!
তোমায় বিদায়!
বহু দূরে চলে যাবো দেখা হবে কিনা জানিনা,
তবে তোমার আমার স্মৃতি কোনদিন ভুলব না।
এই বিদায় ক্ষনে আঁখি ফেলে জল
একে একে সবাই চলে যায়,
শুধু এ স্মৃতির ক্যাম্পাস শূন্য পরে রয়।