দিওয়ানা বানাইলিরে বন্ধু, পাগলও বানাইলি,
গৃহ ছাড়িলাম আমি, শুধু তোর লাগি।
অকুলে ভাসাইলিরে, সাগরে ভাসলাইলিরে,
তুই যে বন্ধু এত নিষ্ঠুর বুঝেনি তো আগে।
তোর প্রেমের কলঙ্ক মাখি আমার সারা গায়ে,
নিন্দুকের কাঁটা বিধে সদা আমার বুকে।
আমার সাথে তুই কেন করলি ছলনা?
তোর সাথে বন্ধু কোনদিনও দেখা হবে না।
দিওয়ানা বানাইলিরে বন্ধু, পাগলও বানাইলি
গৃহ ছাড়িলাম আমি, শুধু তোর লাগি।
---আব্দুর রহমান
২৯/১২/১৯