রামধনুতে ছিল আমার স্বপ্ন খানি আঁকা,
বড় হলে দেখব আমি রাজধিনী ঢাকা।
শুনেছি ঢাকার শহর স্বপ্নের নগরী,
এসে দেখলাম আজব এক কাহিনী।
বুড়িগঙ্গার পচা গন্ধে,
দম বুঝি মোর যাবে চলে।
যানবাহনের বিষাক্ত ধোয়া যানজটের ঐ বিশাল মেলা,
কোথাও খুজে পাইনা আমি মুক্ত বাতাস খোলা হাওয়া।
ঢাকায় নতুন এলে অলি গলি ভূলে সবে,
কেউ পরে চোর গুন্ডা আর বাটপারের খপ্পোরে।
ঢাকায় নারী পুরষে নেই কোন ভেদাভেদ,
শার্ট প্যান্ট সবাই পড়ে ইহা এক ফ্যাশন স্বরুপ,
আধুনিকতার নামে দেখলাম শুধু অশালীনতার রূপ।
সেদিন দেখলাম ধর্ষিত হল এক বোন,
পথে ঘাটে এর বিরুদ্ধে নেই কোন আয়োজন,
কোথায় গেল মানবতা,কোথায় মোদের বিদ্রোহী স্লোগান?
রমনা গার্ডেন আর হাতিরঝিল
নারী পুরুষ অনেক মিল,।
বিনোদন পার্কেগুলো সব কৃত্রিম ভাবে সৃষ্ট,
সেথা চোখে পড়বে নারী পুরুষের কামলীলা আর নগ্ন দৃশ্য,
এটা কারও কাছে নয়গো শোনা।
এটা আমার স্বচোখে দেখা।
প্রতিবাদ করেনা কেউ সেথা,
কেবা শুনিবে কার কথা?
সবই তো টাকার খেলা।
মনে দিয়ে জানাই ঐ পাপ কর্মকে তীব্র ঘৃনা।
ঢাকায় যে যার মত ব্যস্ত সবাই কাজে,
তারই মাঝে সবাই শুধু আপন স্বার্থ খুজে।
এ শহরে নেই কোন মানবতা,
দেখি শুধু নিষ্ঠুর করাল আঘাতের ছায়া।
এখানে টাকা হলে সবই পাওয়া যায়,
কেউবা চলে পতিতালয়।
শুধু পাওয়া যায়না প্রকৃত ভালোবাসার মানুষখানী,
কতদিন দেখিনি প্রিয় তোমার মুখখানি।
আবার আমি যাব ফিরে সবুজ শ্যামল ঐ গায়েতে,
দেখব সেথা গ্রাম্য হাট,
ফসলের ভরা মাঠ,
পুকুরে পড়ে জোৎসনা ছায়া
ভাল লাগেনা আমার ঢাকা,
থাকব না আর আমি একা।