ও দয়াল রে.......
আমার এই দুর্দিনে, ডাকি প্রভু তোমারে,
কৃপা করো হে রব  ,দেখা দাও মোরে।
আমি দীনহিন অধম, পাপে দেহ কালো,
তুমি দরদী, সবারে বাসরে ভালো।
চিন্তায় মগ্ন আমি , চোখে নাই, নিদ,
বিরহে মনে রচি সদা ক্লান্ত গীত।
হিয়ার আজ বেদনার বাশি বাজে,
অশ্রুর ফোটায় গানের কথা বলে।
এ জগতে চির দুঃখী,পাপী আমি,
নিজকে ত্যাজিলাম, সপিলাম সবি।
আমার এই দুর্দিনে, ডাকি প্রভু তোমারে,
কৃপা করো হে বর,দেখা দাও মোরে।
বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন ত্যাগ করিলো মোরে,
দয়াল রে আমার দিন কি এমনি যাবে বহে?
সবাই গেল পার হইয়া, আমি একলা ঘাটে,
সবাই ফিরে ঘরে, ভানু সে বসিলো পাটে,
তবু তরী দেখা নাইরে......
আমার দুর্দিনে দয়াল দেখা দাও মোরে।