হে কিশোর!
তুমি দেশের ভবিষ্যত,
তুমি দেশের স্বপ্ন,
তোমার হাতেই রচিত হবে নতুন বিশ্ব,
তুমি নতুন পথের যাত্রী এগিয়ে চলো,
তুমি আলোর প্রদীপ,
কিশোর তোমার হাতের তালুতে সূর্য হাসে।
শত কাজ করে যাও মনের আভিলাষে।
তব নব উদ্যমে, নব শক্তিতে
ধ্বংস করিবে বাধা,
উজানে তরী বেয়ে যাবে কুলে।
তুমি বাঙ্গালি,
তুমি সাহসী বীর!
তুমি কিশোর!
সূচনা করবে নতুন।
তুমি আগামির কবি,
তুমি জাতির গর্ব,
তোমার চঞ্চলতায় নতুনের কেতন,
এগিয়ে যাও হে কিশোর!
তোমার জন্য অধীর অপেক্ষায় জাতি।
তুমি আগামীর আলোর দিশারী।