গোধলীর শেষ লগ্নে বিদায়
জানাচ্ছে সূর্য;
পশ্চিম আকাশে দেখা যায় রক্তের সাগর,
হাওয়ার স্রোতে ভেসে যাচ্ছে রক্ত,
লীলাভ আকাশে নেমেছে রক্তিম ছায়া!
হুতুম পেচা ডাকে হিজল বনে বিদায় জানায় গোধলী,
অশ্বথ, জারুল গাছের ফাকে বুড়ো শালিক এর সাদা পেখম দেখা যায় ঐ ভানুর অন্তিম লগ্নে;
শিশুরা মাঠে ঘাটে খেলা করিতে করিতে হয়ে গেছে ক্লান্ত,
যেন নদীর তুফান এক নিমিষে শান্ত;
খেলা ঘর ভঙ্গ করে ফিরে উল্লাস মনে আপন গৃহে;
ডাকিতেছে পাখি কাটিতেছে বেলা ফিরিতেছে সবাই বাড়ি;
কৃষকের ধান কাটা হল সারা
আটি নিয়ে যাবে বাড়ি,
কৃষানী পথ চেয়ে থাকে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে;
রাখাল ছেলে গরুর পাল নিয়ে ফিরে তার গোয়ালে,
পাখিরাও যায় যার যার নীড়ে
কিচির মিচির গানের সূর ধরে;
একটু পরে সূর্যটা সম্পূর্ন বিদায় জানাবে,
অন্ধকার গ্রাস করবে এই পৃথিবীকে;
নেমে আসবে আধারের ঘনঘটা
স্তৃব্দ হবে ধরনী,
এভাবেই কেটে যাবে গোধুলীর লগ্নী