সময়ের স্রোতে চলে জীবন তরী,
বহুদূরের পথ দেয় পাড়ি।
জীবননগরে আছে কাছের দূরের শত কোটি প্রান,
বন্ধু তুমি নয় দূরের নয় কাছের
তুমি প্রানেশ্বর।
বরগুনা পলিটেকনিকে কাটিয়েছি চারটি বছর,
তোমরা হয়ে গেছ মোর আপনের চেয়ে আপন।
কত স্মৃতি মিশে আছে এই কলেজ ক্যাম্পাসে,
স্মৃতির খাতায় আজ কামনার গোলাপ ফোটে।
হাসি খেলা সুখে দুখে ছিলাম একসাথে,
সংগ্রাম দুর্দিনে ছিলে তোরা পাশে।
বন্ধু তোদের ভালেবাসী,
মনের মাঝারে সদাই খুজি।
কত মান অভিমান হয়েছে তোদের সাথে,
সকল ব্যাথা ভুলে তোরা নিস আপন করে।
যতই দূরে থাকিনা কেন থাকব তোদের পাশে,
এ বন্ধুতাত্বের বন্ধন কভু ক্ষয় নাহি হবে।
চলে যাবি অনেক দূরে যদি হাত বাড়িয়ে না পাও মোরে,
আঁধার রাতে নয়ন মেলে খুজিস ওই তারার মাঝে।
বন্ধুত্বের বন্ধনে সবাই আপন হয়ে গেলাম,
ভালোবাসার মুকুটগুলো তোদের পড়াইলাম,
ক্লাসের সেই দুষ্টমি আনন্দময় মূহূর্ত ফিরে নাহি পাবো,
মোদের এই অতীত দিনকে কেমনে ভুলে যাবো?
একদিন সবাই চলে যাবো বহুদূরে না ফেরার দেশে,
সকল স্মৃতি পড়ে রবে জীবন পাতার শেষে।