হিয়ার মাঝে কি লুকানো দেখতে তুমি পাওনি,
মোর মনের বেদনা তোমায় স্পর্শ করে নি,
নদীর বুকে আছে শত জল,
তবুও তৃষা জাগে নদীর বুকে,
যাতনায় ভরা হৃদয়ে আছি বড় সুখে,
প্রভাতে কোকিল ডাকে প্রিয়া প্রিয়া,
বুকের ব্যাথায় ভরে উঠে এ অন্তর হিয়া,
হৃ্দয়ের ব্যাকুলতা তুমি দেখনি,
মনের গহীনের শব্দ শুনতে তুমি পাওনি!
দূর হতে আমি তোমাকে দেখিব,
পরশ কুঠোর মায়ার বাঁধনে বাধিব।
নিরব নির্জন বটের ছায়ায়,
রাখাল মন শুধু ডাকে তোমায়,
নিশিতে নিঁদ নেই এ দু'আখি পাতে,
অজানা সংকাতে কে জানি ডাকে,
ছল ছল আখি ভরা তোমার চাহনি,
মনের গহিনে শব্দ শুনতে তুমি পাওনি।