হিংসুক হিংসার আগুনে পুড়ে ছাড়খাড়,
সত্য জেনেও সে করে অস্বীকার।
অপরের দোষ গুন খোঁজে সর্বদা,
নিজের ঘরের খবর সে একবার নিল না।
আজকে যারে হিংসে করে বল নিকৃষ্ট,
একদিন সে হতে পারে তোমার চেয়ে শ্রেষ্ট।
অপরের ধনে যারা ঈষান্বিত হয়,
অবশেষে লোভে পড়ে সকলি হারায়।
অপরের দোষ যদি তুমি খোঁজতে যাও,
তার আগে আপনাকে নিজে চিনে নাও।