বরিশাল তুমি মোর হৃদয়ে,
মিশে আছ এ দেহে! মিশে আছ এ প্রানে,
তোমার রূপে মুগ্ধ গায়েন,কবি, বাউল!
কবি লিখে কবিতা,গায়েন বান্দে গান!
" ধানে,খালে,ফলে, ফুলে মোদের বরিশাল"
যখন হাঁটি এই ধানসিঁড়িটির তীরে,
জীবনান্দ তোমার কবিতা মনে পড়ে,
"আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে"
তোমার ফলে,তোমার ফুলে,ভরেছে  মোর ছোট গাঁও!
ঘাটে আছে ডিঙ্গি বাঁধা যদি ওপারে যাও!
তোমার চারপাশে শুধু আপন মানুষ, নেই কোন ভয়,
সবার সাথে মিলেমিশে দিন যে কেটে যায়। ,
দক্ষিনা বাতাসে দোল দেয় কচি ধানের মাঠ,
শিশীর ছড়ায় সিগ্ধতা!
জুঁই,বেলি,চাঁপার ঘ্রানে মনে আসে চঞ্চলতা।
কাঠালের রঙিন পাতার খামে চিঠি লেখে বসন্ত!
দোয়েল,শ্যামা,কোকিলের গানে মনে আসে আনন্দ!
ঘুঘু পাখিরা বাসা বাঁধে ডুমুরের মগ ডালে,
জোনাকি পোকারা আলো ছড়ায় উঠানের এক কোনে।
ভুলিতে পারিনা মোর ছোট গাঁও,জন্মস্হান যেখানে,
বরিশাল তুমি মোর হৃদয়ে!