তোমাকে ভালোবাসী বলে-
দু' চোখ আমার জলে ভাসে।
তোমাকে ভালোবাসী বলে-
নিন্দুকের কাটা বিঁধে বুকে;
তোমাকে ভালোবাসী বলে-
বিরহের আগুনে পুড়ি।
তোমাকে ভালোবাসী বলে
আহা! প্রেমের বিষে মরি!
মায়া ডোরে বাধিয়া মোরে,
চলে গেলে বহুদূরে...
তোমাকে ভালোসী বলে
হৃদয়ে হয় রক্তক্ষরন!
তোমাকে ভালোবাসী বলে,
কেদে মরে ক্ষুদিত যৌবন!
তবুও ভালোবাসী তোকে!
ভালোবাসী শুধুই তোকে!