যে ফুল ঝরে যায় আঁধারে
বল প্রিয় তারে কে মনে রাখে?
যার ব্যাথা সেই ব্যাথিত অপর কি বুঝিবে?
যে বাঁধন ছিড়ে তুমি চলে গেছ শূন্য,
রেখে গেছ শুধু আঁখিতে বারি জল,
মুছে দিলে অতীত স্মৃতি ছিন্ন হল তব পন।
নিশি প্রভাত জাগি একা একা,
কেন বুঝলে না এ মন নারীর ছলনা?
ফুল মালি কুঞ্জবন আজ খালি,
তরুলতা বন পাখি কাঁদে তব লাগি।
স্বপ্নের স্মৃতি প্রিয় খুঁজো নিশি জাগরনে,
এ আমারে পাবে না তুমি আর তব জীবনে,
মনে ছিল প্রেমের তৃষা,
আগুন জলে মিটালে তৃষা।
নিদ নেই আজ দু'আখি পাতে,
নিশী জাগরন কষ্ট ভরা বুকে।
পুবের হাওয়া বুকেতে দেয় দোলা,
কালবৈশাখী পাগলা হাওয়া,
ধ্বংস প্রলয় বাজায় বীণা।
বিষের পেয়ালা ঢেলে তুমি,
সরল প্রানে আমি যাতনায় মরি!
ভুলেতে যাই ব্যাথার কথা,
এলো না যে প্রিয় সেথা,
যে ফুল ঝরে আধারে,
বল প্রিয় তারে কে মনে রাখে?