দেখেছি কালো কন্যার কালো হরিন চোখ,
তাইতো প্রানো লাগে দোলা,মনে পাই সুখ।
তারে আমি দেখে ছিলাম লাউপাড়ার মাঠে,
ঘোমটা তাহার ছিল না মোটে,
পিঠের উপর সূর্য কন্যা মুক্তবেণী লুটে।
কালো কন্যার কালো কেশে দেখতে লাগে বেশ,
তাহার জন্য মন প্রান সব করিব শেষ।
চৈত্রের এই ভর দূপুরে ব্যস্ত সবাই কাজে,
তারে আমি দেখে ছিলাম ডালিম গাছের ফাকে।
জানি না সে দেখছে কিনা আমার এই মুখ,
আমি তো দেখেছি কালো কন্যার কালো হরিন চোখ।
কালো পায়ে সাদা নূপুর লাগে দারুন বেশ,
কি বলিব রূপের কথা
আহা! রূপের নাই যে শেষ।