ওগো প্রিয় কবে পাবো তোমার দেখা,
বসে থাকি আনমনে নির্জন একা একা।
কবে আসবে মোর ঘরে গগনের চাদ হয়ে,
কোকিলের সুরে শুনাইবে মোরে গান!
সেই আশা'তে আজও নিশী জাগি গোপনে।
রজনী জাগিয়া তোমারে নিয়ে লিখি কবিতা,
কিশোরী, যুবতী, রাজকুমারী দেই কত উপামা!
ওগো,প্রিয় কবে পাবো তোমার দেখা?
কোন এক সময় গগনের এক ফালি চাঁদ
জোৎসনা ছড়াইবে উঠানে,
সেই আলোয় তোমার রাঙা মুখ খানা দেখিয়া,
জুরাইবে আমার পিপাসিত হিয়া,
ওগো,প্রিয় কবে পাবো তোমার দেখা?
বকুলের মালা গাথিয়া রেখেছি যতন করিয়া,
পড়াইব তোমার গলে,
মেঘ হতে কালো আনিয়া রেখেছি কৌটায় ভরিয়া
জড়াইব তোমার কেশে,
রামধনু হতে সাত রং আনিয়া মোদের
বাসর রচিব প্রিয়া,
ওগো,প্রিয় কবে পাবো তোমার দেখা?