কোটা মুক্ত বাংলাদেশ চাই,
দাবি মোদের একটাই,
আন্দোলন চালিয়ে যাব,
কোটা প্রথা নিপাত করব,
মুক্তিযোদ্ধা,উপজাতি,পোষ্য আরও কত কোঠা,
তাইতো ভাই আসল মেধাবীরা খায় শুধু ঠকা,
এ দেশের চাকরি নিয়মে দেখি আজব নীতি,
মামা খালুর জোড়ে চাকরি পেয়ে সুনাম কত খ্যাতি!
কোটা সংস্কার নিয়ে সরকারের নেই মাথা ব্যাথা,
এ সব নিয়ে হয় না বৈঠক হয় না আলোচনা,
কোটা বড় নাকি মেধা বড়?
সরকারের কাছে প্রশ্ন,
কোটার ভিড়ে হাজার মেধাবীর স্বপ্ন কেন ধবংস?
ছাত্রজনতা কোটা প্রথা আর নিব না মেনে,
রাজপথ রঞ্জিত করব বুকের রক্ত দিয়ে,
কত কাল আর খেলবা খেলা মেধাবীদের নিয়ে?
সত্যের অধিকার আজ আমরা আনব ছিনিয়ে।