কোন এক কালে জীবন ও সময় দাড়াইয়া পাশাপাশি,
করিতেছে দুজন হিসেব কষাকষি,
জীবন বলে সময় তুমি এত   নিষ্ঠুর কেন?
তোমার জন্য আমি পিছে,
সময়ের বলে শোন ভাই অলসতায় পড়েছ পিছে দোষ দাও কেন মিছে?
জীবন বলে  আমায় কেন দেয়না ধরা সফলতা?
সময় বলে চেষ্টা বিনে সফলতা দেয়না আপনা ধরা।
জীবন বলে চেষ্টা করেও আমি ব্যর্থ আমার দোষ কি তাতে?
সময় বলে ব্যার্থতায়  হতাশ হয়ে যারা হাল যারে
তাদের জীবনে কোনদিন উন্নতি নাহি আসে!
জীবন বলে সময় তুমি পৃথিবীতে কর বিচরন দুঃখতে থাম আর সুখেতে যাও কেন চলে?
সময় বলে যার যার কর্ম ফলে সুখ দুখ স্হায়ি হয় আমার দোষ নাই।
জীবন বলে কি ভাবে আমি হব সফল তুমি বলে দাও,
সময় বলে অধ্যাবসায় আর আমার মূল্য দিলে সফল হবে এটা জেনে নাও।
তারপরও যদি ব্যর্থ হই?
তাহলে আবার চেষ্টা করো মনে রেখ ব্যর্থ থেকে হয় সফলতা,
দুঃখের পরই আসে সুখের সজীবতা।
জীবনের বল শত প্রশ্ন করা হয় না তোমারই অভাবে ।  
আমিও  একদিন ধরা পড়ব সময় তোমার কলে।