এক যে ছিল ছোট্র শিশু,সোনার মত মুখ,
তারে দেখে জুরায় পরাণ দুঃখিনী মায়ের বুক।
আধো আধো বোলে সে ডাকিত সবাইকে,
যেন বেহেশতের কোকিল নামিছে জমিনে।
একটু খানি আধারে ভয় যে পেত সোনা,
ডাক দিয়ে বলত কোথায় গেলি মা,
সারা উঠানে ঘুরি ঘুরি করিত যাদু খেলা,
একটু খানি আড়াল হইলে
মা খুঁজে পাগল পাড়া।
বর্ষার জলে টইটম্বুর পুকুর ডোবা,
পুকুর পাড়ে আসলে খোকাকে বলিত
বাবা জলে নামিস নে,
একদিন খোকাকে খুঁজে পাইনা তারা,
এখানে ওখানে খুঁজে কোথাও নাই সাড়া,
মা বলে আমার খোকাকে দেখেছ এইখানে,
অজনা সংকিতে জননীর প্রান দোলে।
হঠাৎ কে যেন চিৎকার দেয়  এই পুকুরে,
দেখে খোকা ভেসে উঠেছে পানির উপরে,
পুকুর থেকে তুলে ডাক্তার ডাকে,
ডাক্তার এসে ঘোষনা দেয় মুত্যু!
জনীর কান্নায় ফাটে মাটি,
চোখের জলে নাইয়ে কবর দিয়েছে ঐ
লেবু গাছের তলে,
সেথায় জোনাকি মেয়েরা আলো জ্বালায় প্রতি রাতে।
জননী কাদে শিশুটির জামা জড়াইয়া,
খোকা মোর কেমনে থাকে আধাঁরেতে ঘুমিয়া,
জনীন প্রান আজও কেঁদে যায় শিশুটির লাগিয়া।