জীবনে পেয়েছি শুধু অবহেলা!
সেই শৈশব থেকে আজ অবধি!
কেউ কোনদিন দেয়নি  এতটুকু
অনুপ্রেরনা!
যেন তৃষিত পরাণে পাক একটু জল !
দিয়েছি তুচ্ছতা! দিয়েছে অপমান।
দিয়ে গেছে মোরে  বিষে ভরা বাণ!
ক্ষতবিক্ষত হৃদয়! শীরায়, মগজে
টিটকারির ঘ্রাণ,
তবুও আকাশের আড়ালে মুখ লুকিয়ে
আজও পথে হাটি!
আঘাতের চিহ্ন মেঘে ঢাকা পরে,
তবুও সকল ব্যাথা,মলিন দাগ ফুটে ওঠে
হৃদয়ের দর্পনে।