অচেনা পথে পথিক আমি,
হাটিতে হাটিতে বড় ক্লান্ত!
কোন পথ দিয়ে কোন পথে যাই
ভেবে পাইনা কূল,
পথ চলিতে যদি হয় মোর ভূল,
পড়ে যাব পিছে নিঃস্ব হয়ে।
এ পথে আছে বহু বাধা,
স্বপ্ন চূড়ায় আছে বহুজাম,
অপেক্ষা সবাই কখন পৌছাব আমি।
সোনালু রৌদ্রের ডানায় উড়ে বেড়ায় প্রজাপতি!
সূর্যগ্রহনে আধার ছেয়ে যায় পৃথিবী,
মুছে দেয় সকল লেনদেন,
টিনের চালায় রিন জিন বৃষ্টি শব্দে মন করে আনচান,
শ্রাবন মেঘের মত জীবন দেখি অন্ধাকার!
অচেনা পথে কেউ শুনেনা মোর আর্তনাদ।
দৃঢ় প্রতিজ্ঞায় অটল আমি,
পৌছাতে হবে গন্তব্যে!