এসেছে বৈশাখ আজ বাংলার পান্তরে,
সবুজ দিগন্তে,
দক্ষিনা হাওয়ায়,
ভোরের লাল আভায়,
ঢাক ঢুম ঢোলে,
একতারার সূরে,
এসেছে বৈশাখ আজ বাউলের গানে।
প্রজাপতি উড়ে সোনালী পাখায়,
দোয়েল নাচে সাদা কালো ডানায়,
আকুল প্রান আজ বেলির গন্ধে,
কুহুরবে কোয়েলিয়া ডাকে দূর কোন বনে,
এসেছে বৈশাখ আজ প্রকৃতির মাঝে।
নিশীতের তারা,শশীর জোৎসনা,
জোনাকীরা করছে আয়োজন,
ঝিঝি তার নূপূরের তালে বৈশাখকে করছে বরন।
গ্রাম্য হাটে বসেছে মেলা,
শিশুর মন চঞ্চল উতালা,
খুকি সেজেছে বধূর সাজে,
আনন্দ প্রানে বীনা বাজে,
এসেছে বৈশাখ আজ নিষ্পাপ প্রানে।
তাল পাতার পাখায়,
নকশীকাঁথায়,
নববর্ষের কারুকার্য,
কি যে শোভা মোহিত এই বাংলার ঐহিত্য।
হালখাতার নতুন খামে,
সবুজ পল্লব শাখে,
বধূর ভালবাসার টানে,
পল্লীগীতি গানে,
এসেছে বৈশাখ আজ বাঙালীর প্রানে।