পার কর দয়াময় এই যে ভব নদী,
তুমি বিনে এই অধমের কেবা আছে সাথী?
আমি অধম বান্দা কানা,
তোমার কাছে চাই যে পানা।
তোমার চরনে লুটাই মাথা
পার কর আমায়।।
তুমি হাসাও তুমি কাদাও,
তুমি দয়াল পথ দোখাও,
দিন রাত হয় গো প্রভু তোমার ইশারায়,
পার কর আমায়।।
জীবনে করেছি ভূল,
শুধাইনি তব বানী,
আজকে দেখি ঝড় তুফানে,
তুমি বিনে নাই সাথী।
আমি তোমার প্রেম ভিখারী,
প্রেমের ঘাটে বাধলাম তরী,
পার কর আমায়।।
অগতির না দিলে গতি,
কে হবে বা তাহার পতি,
রহমান বলে তুমি আমার জগৎ স্বামী,
তোমার কাছে চাইযে মাফী,
পার কর আমায়।।
পাপ পূন্য যাইবা করি,
ভরসা করি শুধু তোমারি,
পার কর আমায়।।
নাইযে আমার ভজন সাধন,
চিরদিন কুপথে গমন,
সামনে আছে মহা সমন সব দেখি আধার,
পার কর আমায়।।
আপনাকে চিনেনা যে জন,
কেমনে হবে সাধক সেজন,
প্রেম নদীর ভাঙা তরী কেমনে দিব আমি পাড়ি,
পার কর আমায়।।
আরাধনা করছে যে জন,
পার করেছ তুমি সে জন,
আমার সময় ফুরিয়ে গেলে
কি হবে মোর বিচার দিনে?
সেই ভেবে কান্দে মন,
কোনদিন হবে স্মরণ তোমায়,
পার কর আমায়....।।