অতীতের দিন ভাল ছিল বুঝেছি আজ বর্তমান,
নদীতে আজ বাণের ডাক,
কাল বৈশাখীর ঝড়ের হাক,
সুঃখ পালিয়ে দুঃখের সৈন্য করছে মম ঘেরাও,
চারদিক আজ ভব অন্ধকার সব দেখি কালো,
ওরা আজ সত্য মশালের নিভিয়ে দিয়েছে আলো,
মিথ্যায় আজ জয়ে ঢোল বাজায় ধামাধাম,
অতীতের দিন ভালো ছিল বুঝেছি আজ বর্তমান।
সব অন্যায় ব্যাভিচার চলে হরাধম,
চোখের সামনে দেখি নানা অত্যাচার,
বর্তমানের ধোঁকাবাজিতে সবাই স্বার্থপর,
শ্যামল ছায়া খুজে বেড়ায় আমি সারাক্ষন,
অতীতের দিন ভাল ছিল বুঝেছি আজ বর্তমান।
সামনে আসছে নতুন দিন,
দিন হতে দিন হইতেছে কঠিন।
এই কঠিন দিনকে সহজ করতে হবে,
বাস যোগ্য বাংলা গড়তে হবে,
সকল অন্যায় অবিচার মোরা ধবংস করব,
নতুন ভবিষ্যত সৃষ্টি করব,
আগামীর পথ সহজ হবে,
সুনীল সমাজ সৃষ্টি হবে।