কলমের ভাষা বুঝে বা ক'জন,
যারা বুঝে তারা পায় জ্ঞানের সন্ধান।
এই কলম দ্বারা রচিত হয়  মহান বানী,
কবি করে অন্যায়ের প্রতিবাদ,
বিচারক দন্ডিতারে দেয় সাজা,
নির্দোষ হয় মুক্তি কলমের রায়ে।
কবি সাহিত্যিকরা রেখে গেছেন  
অমর কৃর্তী,
তাদের কলমে সৃষ্টি  সুনীল সমাজ কলি।
পাছে লোকে যাহা বলুক কিবা আসে যায়,
সত্য প্রকাশে আমি পাইনা কোন ভয়,
পর ধনে যারা ঈষান্বিত হয়,
অবশেষে লোভে পরে সকলি হারায়,
ভুল যদি হয় মোর শুধরে দিও তুমি,
ভাবার্থ না বুঝে কেউ করিও না কলমের মান হানি।