বিষন্ন কাল্ত বেদুর মনে,
পিতা দাড়ায় কবরের পাশে,
পুত্র শোকে কাঁদে হৃদয়,রক্তাত্য হিয়ামন!
বন পাখিরা কেদে ফিরে নীড়ে,
গাছের পাতা জড়ে পড়ে শোকে!
শন শন বাতাস বইছে দুলিতেছে জামের পাতা,
পিতার বুকে জাগে বিরহ বিচ্ছেদের ব্যাথা।
সূর্যগ্রহণে পৃথিবীতে নেমেছে আধারের ছায়া,
পুত্র আমার চলিয়া গেছে ছেড়ে জগতের মায়া,
রাত থমথম নিরব নিরজন ঘন কালো আন্ধার,
গুন গুন শুরে বুনো মসকেরা গায় শোকের গান।
পুত্র মোর কভু আসবে নাহি ফিরে,
বিচ্ছেদ বেদনায় পিতার অন্তর ওঠে কেঁদে।।