আর কত দেখব! আর কত শুনব!
বন্ধ কর অত্যাচার,
বন্ধ কর মৃত্যুের খেলা!
পশুর মত কিছু মানুষের মনুষত্ব!
রাজপথে দেখি তরুনের রক্ত,
নদীতে ভাসে লাশ,ধর্ষিত হয় বোন।
আর কত দেখব!আর কত শুনব!
তোমরা কি শোন না
দুঃখিনী মায়ের আর্তনাত?
পুত্র হারা পিতার ক্রন্দন!
ধর্ষিত বোনের করুন চিৎকার!
কেন এ অত্যাচার?কেন এ মৃত্যেুর খেলা?
জাগো ছাত্র,জাগো জনতা,
রুখো এ জালিমদের বর্বরতা,
ফিরে আন '৭১ এর স্বাধীনতা!
একটি প্রানের মূল্য কি জানিস?
যদি জানিস তবে কেন প্রাননাশ?
কেন চালাও অন্যর বুকে চুরি?
একত্রে আজ বহুকোটি হাত
অত্যাচারীকে করিবে নিপাত!
হায়! সে বুঝে বিচ্ছেদের জ্বালা,
শূন্য হয়েছে যার ঘর।


রচনা: ২৯ জুলাই ২০১৮