কতটুকু ভালোবাসী তোমায় জানে আমার মন,
জানে  আমার অন্তর!
আমি পারিনা প্রকাশ করিতে,
মম হৃদয়ের ভালোবাসা হৃদয়ে মরে।
পিতা মাতার পরে যারে দিয়েছি স্হান সে তো তুমি।
আদর, স্নেহ্, শাসন তোমারই অধিকার,
মোর জীবনের ভুলগুলো শুধরে দাও আমায়।
শত মান -অভিমান, দুষ্টমি করেছি তোমার সাথে,
সকল ভুল ক্ষমা করে নিও মোরে আপন করে
তুমি দেখিয়াছ মোরে আলো পথ শিয়েছ নীতি কথা,
তোমারই হাত ধরে মোর জীবনের পথ চলা।
সম্মান ভক্তি শ্রদ্ধার উচ্চ শিখরে তুমি,
তোমার জীবনের আদর্শ মোর জীবনে গড়ি।
তুমি এসেছ মোর জীবনে অবিভাবক হয়ে,
আবার যখন চলে যাবে আমায় ছেড়ে বহুদূরে,
তখন কে করিবে আসায় শাসন?
কে ভালোবাসীবে মোরে?
সেই ভাবনায় আজ অন্তর উঠে কেঁদে।
জানি সময়ের কাছে পরাজিত হয়ে একদিন সবাই চলে যায়,
শুধু অতীতের স্মৃতিগুলো মানুষকে কাদায়।
তুমি যদি চলে যাও আমায় ছেড়ে বহু দূরে
সারা জীবন কাঁদিবো আমি তোমার স্মৃতি বুকে নিয়ে।