স্বাধীনতা তুমি শ্যামল ছায়া,
স্বাধীনতা তুমি মুক্ত হাওয়া,
স্বাধীনতা তুমি নদীর কলতান,
স্বাধীনতা তুমি কোকিলেরর গান,
স্বাধীনতা তুমি পলাশের লাল,
স্বাধীনতা তুমি কৃষ্ণ চূড়ার ডাল,
স্বাধীনতা তুমি জয় বাংলার প্রতিধ্বনি,
স্বাধীনতা তুমি মুজিবের অমর ভাষনখানি,
স্বাধীনতা তুমি নব কিশোরীর চঞ্চলতা,
স্বাধীনতা তুমি কচি ধানের পাতা,
স্বাধীনতা তুমি ছেলে হারা বেদনা,
স্বাধীনতা তুমি লাল সবুজের পতাকা,
স্বাধীনতা তুমি সবুজ বাংলা বহু দূর
স্বাধীনতা তুমি বাংলা গানের সূর,
স্বাধীনতা তুমি দক্ষিনা হাওয়া,
স্বাধীনতা তুমি বোনের ভালবাসা,
স্বাধীনতা তুমি নতুন স্বপ্ন নতুন আশা,
স্বাধীনতা তুমি প্রানে সজীবতা,
স্বাধীনতা তুমি হাওয়ায় বুনো উদ্যাম,
স্বাধীনতা তুমি সোনার বাংলার সুনাম,
স্বাধীনতা তুমি নতুন করে বাচতে শেখা,
স্বাধনতা তুমি স্বর্গ প্রেম ভালোবাসা
স্বধীনতা তুমি হাসনেহেনা ফুলে গন্ধ,
স্বাধীনতা তুমি আমার এই কবিতার ছন্দ।