শৃঙ্গার
~~~~~~
রমনীর কাম শক্তি পুরুষকে করে হরন,
মুক্ত শৃঙ্গার কামনা কল্পনায় দিগান্তর!!
মৃত্তিকা ফেটে জন্মায় তরু,প্রকৃতির প্রেম,
ঘাস ফড়িং সবুজ ক্ষেতে মিলায় সুন্দর
অমৃত ঢালে,
পৃথিবীর যত কুৎসিত মুছিলো রমনী,
মায়াবিনী কামে হয় নর পরাজিত!
পদ্মযগল স্তন মানব শৃঙ্গার দংসনে
পরাজিত নর  যুগ থেকে যুগান্তরে....
বসন্ত বাতাস নব চঞ্চল যৌবনা
কালো কেশে, মৌ মৌ গন্ধে,
কবি প্রাণ আকুল হয়ে পড়ে যায় কামের ফাঁদে!
স্বর্গের সুধা অমৃত মাখা শৃঙ্গার রক্ত গোলাপ রমনীর পায়ে,
নেশায় বিভোর তব আলিঙ্গনে, যৌবনা কিশেরী সুধা মাখা চুম্বনে!!
পৃথিবীর সব রং মুছে যবে অন্ধকার
তখন স্বর্গের হুর নামে সাদা পাখা শাপটি,
নর মন পুলকিত, অমৃত রচে, শরতের সুভাস!!
এ ভাবে চলে সভ্যতা থেকে সভ্যতা
যুগ থেকে যুগান্তর.......