আমি নিজেকে খুঁজি
আপনার মাঝে,
খুঁজি ভোরের প্রভাতে,
শিশির ভেজা কুয়াশায়,
কোথায় হারিয়েছি আমি
খূজে পাইনা আপনাকে,
চোখ মেলে দেখি বন্ধি চার দেয়ালে,
ব্যস্ত এই ঢাকার শহরে!
গাড়ির যানজট আর ব্যস্ত  মানুষের ভিড়ে,
ধম বন্ধ হয়ে আসে মোর,
ভাবি কবে যাব ফিরে?
মোর ছোট গায়ে।
মানবতার মুখোশের এই শহরে
নেই কোনো মানবতা,
পথে পথে দেখি রক্ত মারামারি,দাঙ্গা।
ছিনতাই, রাহজানি,প্রতরনা প্রতিদিনই চলে,
তবুও হাজার বেকার চাকরি খুজে
এই শহরে!
জীবিকার তাগিদে কত মানুষ খাটে,
শুধু দু'মুঠো অন্ন জুটাতে।
এ শহর আমার আপন নয়,
শুধু চাকরির সুবাধে কিছুদিন থাকা,
ভুলিতে পারিনা আমার গায়ের কথা।
শহরের কোলাহল ভীরে,
নিজেকে খুজে পাই খুব অবহেলা আর অনাদরে,
এসেছি ফিরে মাগো শিকড়ের টানে।।