ঘনিছে আধার,
হালকা বায়ূ বহে,
মেঘের গর্জন,বিদ্যুৎ চমকায়,
অস্থির চারদিকে!
গোয়ালে হাম্মা ডাকে,
পুকুরে'তে ব্যাঙ ডাকে,
টিনের চালায় রিম ঝিম বৃষ্টি নামে।
বিষন্ন মন এই গোধলী বরষায়,
চঞ্চল হাওয়ায় পাতা ঝাপটায়,
নারকেল,সুপারির বন পড়িয়াছে হেলে,
পুকুরেতে কই মাছ কিলবিল বিল করে।
মেঘের গর্জন আর মুষলধারে বূষ্টি!
এ যেন বিধাতার লীলা অপরুপ সৃষ্টি!
বৃষ্টির ফোটায় ভিজে বৃক্ষরাজি,তরুলতা,
ভিজে নিম্পাপ পাখির বাসা।
শাপলার পাতায় ফুটে বৃষ্টির ফোটা,
শালুক ঘুমায় নিরবে!
বৃষ্টি থামে কেটে যায় আধার,
মেঘের আড়ালে সূর্য উঠে হেসে,
বর্ষার জলে টইটম্বুর বিলের ডোবা,
পল্লীর পথে ঘাটে স্যাতস্যাতে কাদা।
মাটির বুকে জল গড়িয়ে চলে বহুদূরে,
অজানা মৃত্তিকার গর্ভে,সমুদ্রের দেশে,
আবার তারা ফিরে যায় ঐ গগনের মেঘে।।


রচনা ১৮ শ্রাবন ১৪২৫