এ শহরে তোমার মত কেউ নেই,
যার কাছে নিজকে ভেঙ্গে চুরে
খুচরা পয়সার মত জমিয়ে রাখতে পারি,
প্রয়োজনে খরচ করবো দুই একটা আধুলি।


এ শহরে তোমার মত কেউ নেই
যার কাছে নিজিকে বিলিয়ে দিব,
অভিমান করে বসে থাকবো একা,
তখন কেউ অধিকার নিয়ে বলবে
তোমার কি মন খারাপ?


সত্যই বলতে এ শহরে
তোমার মত কেউ নেই!
তুমি হীন শহরে আমার  জীবন,
একাকিত্ব আর এক রাশ ক্লান্তি,
ফুটপাতে হাঁটি আর ভাবি তোমার কথা,
সেই  মেঠো পথ, পায়রার ঢেউ,
আকাশে তারার মেলা আজও মনে,
বিদায়ের ক্ষনে আখি ভরা জলে
তুমি বলেছিলে "কবে আসবে ফিরে?"
আমাকে ভুলে যেওনা।


এ ব্যস্ত শহরে, যান্ত্রিক মানুষ
বন্ধি ইট পাথরের দেওয়ালে
নিভৃতে মরমে ভালোবাসার পরশে
লাজুক হাসিতে কেউ বলে না,
"তুমি সত্যি একটা পাগল"
ভালোবাসা সে তো হৃদয়ের গহীনে,
দূরে গেলে বাড়ে শুধু মায়া,


কতদিন দেখি না প্রিয় তোমার মুখখানি,
আমি আসিবো ফিরে সবুজ শ্যামল এই গায়ে
তাই বিদায় জানালাম এই ব্যস্ত নগরী।