শোনেনা কেউ  হৃদয়ের আর্তনাদ,
সবাই চলে যায় শুধু উপেক্ষার ছলে।
শিক্ষিত বেকার ছুটে চাকরির খোজে,
এ দেশে ঘুষের কাছে যোগ্যতা পরাজিত!
যুবক ব্যর্থ হয়ে ঘরে ফিরে,
লোকলাজে সদা হৃদয় করে বুধবুদ,
এ সমাজ শুনেনা বেকারের আর্তনাদ!
গায়ের লোকজন ছেলেটার চাকরি পাবে না,
অমুকের ছেলে চাকরি করে, মোটা তাহার বেতন!
তুমি কি করেছ?
প্রশ্নের উত্তরে যুবুক বাকরুদ্ধ,
তখন পৃথিবীর সমস্ত লজ্জায় ডুবে যুবুক,
তুচ্ছাতা হানে আপনাকে।
সবাই দেখে দেহের খোলসে উন্মাদ,
শোনেনা কেউ  হৃদয়ের আর্তনাদ।।