মাঝ নদীতে তরী,
উঠিল ঝড় কালবৈশাখি!
ঢুলিতেছে তরী,উত্তাল সমুদ্র,
যাত্রীরা হুশিয়ার!
প্রভুর নাম জপো তোমরা,
স্মরন কর বারবার,
কেউ করে মোনাজাত,
কেউ ডাকে ভগবান,
নিজ নিজ স্রষ্টাকে ডাকিতেছে যাত্রীগন।
পশ্চিমের বাতাস বাজায় প্রলয় বীণা,
এই মহা প্রলয়ে স্রষ্টা বিনে রক্ষা করিবে কেবা?
প্রভুর নাম রাখি স্মরনে,
ভয় ডর সব যাবে সরে,
রক্ষারর মালিক জগৎস্বামী,
সপে দিলাম এ তরী।