প্রথম ভালোবেসেছি প্রিয়া,
রূপে আমি হয়নি মুগ্ধ,
মুগ্ধ তোমার চঞ্চলতায়!
তোমার ঐ সরল মনটায় আমারে একটু ঠাঁই দিবে?
রানী করিয়া রাখিব আমার মনের রাজ্যে।
ঐ মায়াবিনী হরিনী চোখে তাকাও যখন আমার পানে,
আমি তো কবি নই তবু ছন্দ জাগে মনে,
ওগো বালিকা!
আমি যদি হই জীবনান্দ , তুমি হবে বনলতা সেন,
তোমার ঐ জরিন ফিতায় বাঁধো আমার মন।
তুমি  চোখের আড়ালে তবুও আছ হৃদয়ে,
কি করে বুঝাবো তোমায় পড়েছি আমি প্রেম!