গায়ের ছেলে সোনার ছেলে মনে নেই দ্বিষা,
তাইতো সে পায় সকলের ভালোবাসা।
ভালোবাসে নিজ গ্রাম, ভালোবাসে দেশে মাটি,
গাঁয়ের ছেলের মনটা সোনার চেয়েও  খাঁটি।
ভ্রমর কালো নয়নে তার  মায়া ভরা চাহনি,
মুখের বুলিতে যাদুমাখা কৌতুক রাশি রাশি,
সহজ সরল গায়ের ছেলে  দিলটা বড় খাসা,
তারা জুয়ান মর্দ পরিশ্রমী,হালুটি তাদের পেশা,
এই ছেলেরাই বড়ই খাঁটি তাদের তুলনা নাই,
সোনার বাংলার সোনা ফলায় এই ছেলেরাই।