আমার একটা দুষ্ট বউ,
জ্বালায় শুধু সারাক্ষণ!
মান অভিমান করে সে,
চোখ গরমে দেয় কেদে,
সপ্তাহে তিন বার যাবে বাপের বাড়ি,
না নিলে দেয় শুধু আড়ি।
গৃহস্থালি কাজ সে জানে না,
দুষ্টমি তো ছাড়েনা,
ঘরে আছে অনেক শাড়ি,
তবুও লাগবে নতুন শাড়ি।
বউকে নিয়ে জ্বালায় আছি,
এখন আমি কি যে করি?
ফিরতে একটু দেরি হলে,
কৈফিয়ত তাকে দিতে হবে,
মিষ্টি মিষ্টি ঝগড়া করে,
ভালবাসায় পরশ মাখে!
এমন বউ জুটে না যেন কারও কপালে।