কাজল কালো আখি তোমার
লাবণ্যময়ী মুখ,তাহার থেকে অধিক মুগ্ধকর,
তোমার সিগ্ধ মুখের মুছকি হাসি।
বিশাল এ বসুন্ধরায় করিতেছি তোমারে তালাশ,
তালাশ করিতে,করিতে মোর পাকলো চুল,
পাকলো দাড়ি,
অনেক কাল পেরিয়ে গেল তবুও
এলেনা তুমি।
আজ ও তোমার অপেক্ষায়, প্রহর গুনতে,
গুনতে আমার সবল শরীর দুর্বল হয়েছে,
আজ আমি মৃত্য পথের যাএী,
মৃত্য বেলায় হাত জোরে করিছু মিনতি করছি,
ও আমার নীলপরী, ও আমার শীরমণি,
ও আমার মধুমতী
একটি বার দর্শন দাও,
এ অধমরে কর উদ্ধার!
তোমার সিগ্ধ কমোল ঠোটের হাসি দেখিয়া,
সমস্ত কষ্ট বেদনা ভুলিয়া,
চলি মহা শক্তিমান বিধাতার নিকটে।
যাবার আগে আর একটি কথা বলতে চাই,
বিদায় বন্ধু বিদায়,
বিদায় চিরতরে!