এসো বন্ধু হৃদয় ভাগাভাগি করি।
যারা হৃদয় ভাগাভাগি করে-
তাদেরকে বিচ্ছেদের বেদনা স্পর্শ করে না।


এসো বন্ধু পৃথিবীর যোগ্য হই-
যারা পৃথিবীর যোগ্য হয়-
মৃত্যু তাদের অন্তিমবিদায় নয়।


এসো বন্ধু বেদনা অনুভব করি।
যারা বেদনা অনুভব করে-
তাদের হৃদয়দগ্ধ যন্ত্রণাও অসহ্য নয়।


এসো বন্ধু পূর্বপুরুষের কথা স্মরণ করি।
যারা পূর্বপুরুষদের কথা ভুলে না-
তাদের হৃদয়েই আসে বসন্ত উৎসব।


এসো বন্ধু মাটিতে মিশায় বুক।
যারা মাটিতে মিশায় বুক-
তাদের সমস্ত হৃদয় পৃথিবী।


এসো বন্ধু পরিশ্রম করি।
যারা পরিশ্রম করে-
তাদের হাতেই আবাদি ভূমি।


এসো বন্ধু বিশ্রাম করি।
যারা বিশ্রাম করে-
তারাই কল্পনা করার সময় পায়।


এসো বন্ধু কোরআন পড়ি।
যারা কোরআন পড়ে-
তারাই খুঁজে পায় মুক্তির মোহনা।
এসো বন্ধু কবিতা পড়ি।
যারা কবিতা পড়ে-
তারাই মুক্ত-স্বাধীন।


এসো বন্ধু ভালোবাসি-
যারা ভালবাসে তাদেরই নীলাকাশ তাঁবু।
তাদের তরেই পূর্ব থেকে পশ্চিম।


এসো বন্ধু সত্য কই-
যারা সত্য কয় তাদের মৃত্যু নেই।


এসো বন্ধু হৃদয় প্রস্তুত করি যুদ্ধের জন্য;
যারা ন্যায়যুদ্ধের জন্য হৃদয় প্রস্তুত করে-
তারাই পবিত্র পথের যাত্রী।


এসো বন্ধু মানুষ হই।
যারা মানুষ হয়-
তারাই পৃথিবীর শান্তি চায় স্বস্তি চায়।


এসো বন্ধু হৃদয় ভাগাভাগি করি।
যারা হৃদয় ভাগাভাগি করে-
তাদেরকে স্পর্শ করেনা বিচ্ছেদের বেদনা।