ফিলিস্তিনের আকাশে বাতাসে কাঁন্নার রোল।
পুড়ছে গাজা মরছে শিশু শূন্য মায়ের কোল।


জাগাও ঈমান বাঁচাও মান ছুটাও তেজী দুলদুল।
অসি ধরো যুদ্ধ-করো করো না ক' আর ভুল।


জেরুজালেম ভূমি জানে অন্তর্যামী প্রাণের সমতুল।
ওহে মুসলমান বাঁজিধরো প্রাণ প্রাণেই অতুল।


মরলে শহীদ বাঁচলে গাজী যুদ্ধই যে আমূল।
করিও না ছল হারিয়ো না বল ইহুদি করো কতল।


এখনি সাজো রণসাজে-
এখনি লাগো সমর কাজে
আস্তাবলে পড়াও ঝুল।
বিজয় অভিলাষ মুক্তি বড় আশ প্রাণ উতরোল।


রবের নামে রবের কামে কাটুক একূল ওকূল।
সত্যের তরে বিজয়ের ভোরে তোমার দু' কূল।


রক্তাক্ত প্রান্তর মুসলমানের অন্তর ভূমধ্যের উপকূল।
স্বাধীনতা চায় রক্ত দিয়ে যায় আসমুদ্রহিমাচল।