মানুষ উচ্চশ্রেণীর জীব-
মানুষের চির উন্নত গ্রীব।
তাই মুখ ভেংচায়, নাক কুঁচকায়-
কপালে পড়ে বিষাদের ভাঁজ।


ঊর্ধ্বলীপ্সায়,ঊর্ধ্বাশায়-
অশ্লীলতার গন্ধে
মানুষ মারার ছন্দে
অহংকারের ঊর্ধ্বে তারাই!


জিব হতে ঝরায় লালা-
ঈপ্সায়, হিংসায়, কামনা-বাসনায়
যেন নেড়ি কুকুর কেউ হার মানায়!


চেয়ে দেখো-
কাশ্মীর, ফিলিস্তিন, আফগান।
মানুষ খায় মানুষের প্রাণ!
মানবতা আজ কোথায়?
কোন অচেনা রাজ্যে নিয়াছে যে ঠাঁই।
কারা মানবতার গান গায়!
দেখতে চাই না আর রক্তের বন্যা-
মানুষ তো অনন্যা।
ভিতরে-বাহিরে মানুষ তোরা মানুষ হ।