মানুষের বাসভূমি পৃথিবী এখন পাগলাগারদ-
গভীর ব্যথা বেদনায় বাঁচার তীব্র আকাঙ্খায়
পাগলা এখন মানুষের জীবন।
ভুলে যাওয়ার নেশা তীব্র আত্মবিস্মৃতি।
মুহূর্তে সভ্য মুহূর্তে বর্বর অনিয়ন্ত্রিত আবেগ।
কতো কুৎসিত নিস্তরঙ্গ বুকে রক্তের ঢেউ।
কতো সুন্দর হতো
কতো মধুর হতো
কতো ছন্দময় হতো
জীবন।
যদি ওরা মানুষ হতো!


ওরা অমানুষ ওদের ইন্দ্রিয়শক্তি নিষ্ক্রিয়।
ওরা জানেনা সভ্যতা কার দান
ওরা পায় না নতুন বইয়ে কিসের ঘ্রাণ।
ওরা পায় না নব পোশাকে মিশে আছে কার ঘামের গন্ধ-
ওরা বুঝে না নবীন কবির কবিতায় মিশে আছে প্রবীণের ছন্দ।
ওরা অবুঝ বুঝে না স্বার্থের মহামারীর চেয়ে-
কোন মহামারী নয় বলবান।
ক্ষমতার দাপটে আত্মদম্ভে ভুলে যায়-
মানুষ হিসেবেই মানুষের সম্মান।
চারদিকে দীর্ঘশ্বাস শূন্য শূন্য হাহাকার-
তবু কেন সব আমার আমার?
সবকিছুই কি চলে গায়ের বলে?
পৃথিবীর শ্রেষ্ঠ জীবের ফুসফুস এখন অণুজীবের দখলে!