আমার হারিয়ে যাওয়া ধন গানের বুলবুল-
এসো তুমি হৃদয়মাঝে এসো প্রিয় নজরুল।
রাজবন্দী হয়ে এসো বুকের মাঝে বসো।
গান গেয়ে যাও অনর্গল ওহে গানের পাখি।
বাঁধন হারারে বাঁধো বাহুডোরে আঁখিতে রাখো আঁখি।


চির গৃহ হারারে ফিরায়ে ঘরে ঠাঁই দাও অন্তরে-
চির বন্দীরে করো মুক্তি ঠাঁই দাও হৃদয় মন্দিরে।


মম হৃদয় মাঝে বাজাও তব সুরে অগ্নিবীণা বিষের বাঁশি।
গাও ভাঙার গান
গাও সাম্যের গান
ওহে বিদ্রোহী।
প্রলয়উল্লাসে নাচাও প্রাণ বাঁচাও প্রাণ।


শত বছর পরে-
দু'প্রহর তোমার শয়ন কোলে বসে ছিলাম যবে
প্রাণভরে গুরু চেয়েছিনু আশীর্বাদ-
আমার মাঝে তোমার প্রকাশ হয় যেন তবে।