কবিতার মতো মেয়ে
ছবির মতো মেয়ে-
প্রকৃতির মতো মেয়ে
আছে এক-
আমার সবুজ শ্যামল গাঁয়ে।


আহা! কি রূপের বাহার
একদন্ড দেখলে তারে
খোলে যাবে হৃদয়ের দ্বার।


আকাশের মতো উদার
সাগরের মতো প্রগাঢ়
হৃদয় তাহার--
আহা! যে বুঝিবে সেই মজিবে
তার প্রেমেতে রোজ নিশীতে হবে অভিসার।।


আহা! তার চোখের মায়ায় ভাষা হারায়ে-
আত্মভোলা হবে না যে-এমন সাধ্য আছে কার?
নিজকে পাবে হৃদয় মাঝে তারে পেয়ে।


আহা! তার কথাগুলো মধুর মতন লাগে।
আহা! তার চলন দেখে হৃদয় ঢেউ জাগে।
কঁচি ঘাসগুলো চাপা পড়ে তার শূন্যপায়ে-
তবু তারেই শুধু মাগে।
আহা! তার খোপায় ঝরাবে বলে-
ফোটিল সকল কুসুমকলি কুসুমবাগে।


আহা! তার মুখের হাসি যে দেখিবে সেই মরিবে-
তার প্রেম সাগরে ডুবি।
আহা! তার বিচ্ছেদে নিমিষেই হবে বিরহের কবি।


আহা! তারে পেলে পাবে যেন দু'ফোটা শান্তি।
চিরতরে এজীবনে হবে যেন আবসান শ্রান্তি।


সে এমনি এক মেয়ে-
আছে আমার সবুজ শ্যামল গাঁয়ে।