একজোড়া নিষ্পাপ চোখের জন্য
নুহের নৌকায় তুলে দেবো জগতের দুখ।
এক সুশ্রীমুখের চাপাহাসির জন্য
বিসর্জন দিবো জীবনের সুখ।
ফুলের মতো গুণযুক্ত চরিত্রের জন্য-
আকাশের মতো প্রশস্ত করিবো বুক।
ভালোবেসে যাবো আজীবন-
যে ভালোবাসায় আগুন জ্বলে।।


বাবুই পাখির কারুকাজে বাঁধিবো ঘর-
রুখে দিবো সাধ্যমতো নার্গিস ঝড়।
আপন করিয়া লইবো পর।।


পিঁপড়ের মতো চলন,পাখির মতো বলন।
মৌমাছির গতিপথ তোমার গতিপথের মতো সরল।
গিরগিটির রং,রামধনুর রংকেও হারমানায়।
তা জেনেও তোমাকে দেখার পর---
হারামী হৃদয়ে জেগে উঠবে প্রেমের বীণা,
পাথর হৃদয়ে ফুটবে ফুল।
পাখির গানে, ফুলের ঘ্রাণে আমি মুগ্ধ।
হরিণের ঘাস চিবানু দেখার সাধ মিটেগেছে তব মিষ্টি অনুরাগে।


তুমি আমি হেঁটে যাই যদি স্বর্গপথে-
বিমোহিত সৌন্দর্য দেখবো না-
শুধু দেখবো তোমার নেশাধরা দুটি আয়তলোচন।


বিশ্বাস করো!


নিষিদ্ধ পল্লীতে যাইনি কোনদিন আর যাবোও না,
অবন্তীকা, তুমিই আমার প্রথম ও শেষ প্রেমিকা।।
বরফগলা স্রোতেও তোমার জন্য ভাসবো,
আমার মহাশ্মশান কিংবা অন্তিম সমাধি হোক তোমার বুকে।
মধ্যরাতে জেগে দেখি শুকতারাটা আছে পরম সুখে।
সেই শুকতারাটাই তুমি,সেই শুকতারাটা শুধুই আমার।