এখনও মন চাই মধ্যদুপুর কিবা সন্ধ্যায়
সরিয়ে পর্দা বিবাদের, ছুঁয়ে দিই তাকে ৷
পুরনো সব ভুল ভুলে — বাড়িয়ে নিই ফের
হৃদয়ে বেঁচে থাকা ভালবাসার গল্পটাকে ৷
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া ঠিকানায়
মন চায় লিখে যেতে চিঠি আগের মতোই ৷
বইয়ের পাতায় আবেগী শব্দের চিরকুটে
ফিরে এসো তুমি নিয়ে অনুরাগ ছিল যতই ৷
ফিরে ফিরে আসুক শব্দে, স্তব্দে ভালবাসা
নিশীথে দু'জোড়া আঁখিতে ক্ষুদে বার্তায় ৷
এখনও মন তাকে, চেনা সেই ডাকে খুঁজে
নিতে চাই ফের এই মনের মনি কোঠায় ৷