সময় যায় চলে থামে না কারোর জন্য
জীবনও আগাতে থাকে পালাক্রমে ৷
চাঁদও হারায় এক পাক্ষিক সময়ে
যাত্রা কেবল ওপারের জন্য পুরোদমে ৷
এখনো যদি না বোঝ আপন জীবন
সময় কি ভীষণ পড়ে আছে?
ঝরা পাতার মতো ভরা যৌবন কাল
একদা মনে হবে পুরোটাই মিছে ৷
আজকের রবি ডুবে যাবে দিন শেষে
আগামী কিন্তু ধোঁয়াশা ৷
মনের দুয়ার খুলে দেখো এখনি তবে
না ভেবে আগামীর আশা ৷