ব্যস্ত জীবনের চোরাগলিতে
আটকে পড়ি বারবার।
চেনামুখগুলো অচেনা প্রায়। তবু
মনকে প্রবোধ দিই, দেখা হবে ফের
চেনাপথে,
কথা হবে
চেনাসুরে।
দেখা হয় না আর।
কথা হয় না আর। তবু
স্বপ্নের ফানুস উড়ায় মন চিরকাল!


বন্ধ ঘরের অন্ধ দরোজার ওপাশে
ওঁত পেতে থাকি
দেখা হয় যদি কখনো আবার !


শেষ হয় একদিন জীবনের সব লেনদেন
মিটে যায় শখ
ফুরোয় আশা।
আশায় আশায় তবু এই পথ চেয়ে থাকা।