জীবন ঘষে আগুন বারুদের গন্ধ
মেঘে ঢাকা সূর্য আঁধারে বসবাস,
স্বপ্নপোড়া জমিনে করি স্বপ্নের চাষ,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব!


শীতের প্রকোপ লু-হাওয়া বয় কুয়াশায়
রাত্রি নিঝুম ফোটেনি ভোরের আলো,
আসবে প্রভাত সরবে নিকষ কালো,
গন্তব্য অজানায়!


অনেক রক্ত ঝরেছে রক্তের ইনাম চাই
ঝরেছে রক্ত ইঁদুর-বেড়াল-কুকুরের,
ঝরছে ঝরুক নিম্নশ্রেণির প্রাণিদের,
আস্তাকুঁড়ে হোক ঠাঁই!


সূর্য পোড়া আগুনে দগ্ধ মহাকাল
চাঁদ আলো পায় অন্ধকারে বিষণ্ন,
কেরোসিন কুপি ভেবে ভেবে হয় প্রসন্ন,
ওই আগামীর সঞ্চয়!


অর্থনীতির নীতিরা হয়েছে উধাও
অর্থ আছে সবখানে ভুরিভুরি,
সাধু সেজে সব করছে পুকুরচুরি,
খোঁজ কি কখনো পাও?


ভাইয়ের হাতে ভাই মরছে অগণন
লেখা রবে ওই ধ্বংসের ইতিহাসে,
সাবধান ফের দুর্দিন ফিরে আসে,
কবে মুক্তির আগমন?


কারবালা ফোরাতে বিষাদ-সিন্ধু গাই
কে তোরা আজি সীমারের বংশধর?
ভুলে যেতে চাস কে আপন কে পর?
ঠিকানা জানা নাই।


পথ বাকি অনেক পথের ঠিকানা চাই
কে আছ নবীন ধরতে রাজি হাল,
ছো্ট্ট সে তরী মাস্তুলে ছেঁড়াপাল,
তবু ডাক দিয়ে যাই।


গলি থেকে ঐ রাজপথ হলো লাল
মরছে মানুষ মরছে যে বেশুমার,
হিসাবকর্তা রাখছে কি হিসাব তার,
কেটে গেছে সুর তাল!


দিশেহারা জাতি পথ খুঁজে মরে আঁধারে
চারিদিকে শুনি শেয়াল শকুনের হাহাকার,
অকূল সমুদ্র উত্তাল দূর পারাপার,
স্বপ্ন খাই আহারে!