পাড়া মহল্লা খুঁজে সন্তানকে না পেয়ে
মায়ের মনে যে শঙ্কা
আমারও মনে তেমন
একটি তীরের তীব্র আঘাত
দেখা হবে বলে একটুও
দেখা হলো না নিজ চোখে।
দেখা হলো না আমার আমাকে-
যে তুমি!


অন্তর দেখায় কি পূর্ণতা বলো
চোখে যদি না দেখি!
বরং তাতে দীর্ঘ অতৃপ্ত, দীর্ঘ শ্বাস বাড়ে
কোন সম্ভারে তুমি ! কোন খেয়ালের
ক্ষণিক না দেখায় এলোমেলো ভাবনারা সব।


হৃদয় দহন যাতনায় যে সজীবতা আনাও
বিমর্ষ মনে যে প্রফুল্লতা আনাও
অকাতরে মাধুরী ছড়াও
শুভ্রতার চাদরে প্রশান্তি আনো
শিউলি ঝরার ভোরের বেলায় সেই তো তুমি!
চিরদিন দেখার বাসনায় আমি
কত অধির! প্রতিক্ষিত!
হবে কি অবসান!
কোন সমাধান!
এ প্রশ্ন আমার চির জাগ্রত-
খুব করুণায় দেখার আশায় আমার মাথা কেবলি নতঃ!