তুমি চলে যাও, আমার চেয়ে কাটে যাতনা ক্ষণ,
স্বপ্নরা শুরু করে তখন অনুভূতি বুনন।


কি মায়া ! কত ক্ষুদ্র তখন বিশাল এ ধরা
অবাক বিশ্ময়ে ভাবি কি দিয়ে তুমি গড়া !


এক পলক তোমাকে দেখাতেই যেন শ্রেষ্ট সব পাওয়া
হারিয়ে যায় তখন জগতের কত নানান রঙের চাওয়া।


কি সুখের সম্ভার ! ভরপুর তুমি অগণিত রত্ন ভান্ডার
তোমার অজান্তে বিলিয়ে পরিপূর্ণ আমার অন্তর দুয়ার।।


শুধু তৃষ্ণা বিনা কি বা আছে তোমাকে দেবার !
ভিখারি বেশে শূণ্যে ঝুলা থাকা মন আমার


দাও আরও পূর্ণ করে দাও
অন্তর দাহ, তৃষ্ণা, জ্বালা শূণ্য করে নাও।।